Ridge Bangla

সাবিনা ইয়াসমীনের নতুন দেশাত্মবোধক গান ‘প্রাণের বাংলাদেশ’

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন সুস্থ হয়ে আবারও গানে নিয়মিত হচ্ছেন। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন নতুন একটি দেশাত্মবোধক গানে, যার শিরোনাম ‘প্রাণের বাংলাদেশ’। গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু এবং সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, “গানটির কথা ও সুর খুবই সুন্দর। এটি আধুনিক ধারার দেশাত্মবোধক গান। সুরে নতুনত্ব রয়েছে, তাই গাইতে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।”

গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু জানান, “সাবিনা ইয়াসমীনের মতো কিংবদন্তি শিল্পীর কণ্ঠে নিজের লেখা ও সুরে গান হওয়াটা আমার বহুদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি দারুণ আনন্দিত।”

জানা গেছে, গানটি খুব শিগগিরই অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জানুয়ারি কানাডার একটি মঞ্চে গান পরিবেশন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমীন। প্রায় এক ঘণ্টায় ১০টি গান পরিবেশনের পর অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং তিন দিন চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি সুস্থ হয়ে আবারও গানে ফিরেছেন।

এর আগে তার সর্বশেষ প্রকাশিত দেশাত্মবোধক গান ছিল ‘আমার পতাকা লাল-সবুজে আঁকা’, যেখানে তিনি আসিফ আকবরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটি পরিবেশন করেন। নতুন গান ‘প্রাণের বাংলাদেশ’-এর মাধ্যমে আবারও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রস্তুতিতে আছেন সাবিনা ইয়াসমীন।

আরো পড়ুন