Ridge Bangla

‘সাগরের তীর থেকে’ খ্যাত গায়িকা জিনাত রেহানার ইন্তেকাল

আধুনিক বাংলা গানের প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ৩টায় চ্যানেল আই কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

‘সাগরের তীর থেকে’, ‘আকাশে আজ সালমা জরি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘কণ্ঠবীণা’ এবং ‘আমায় যদি ডাকো কাছে’—এমন অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে জিনাত রেহানা শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছেন।

১৯৬৪ সালে তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৬৮ সালে তার গাওয়া ‘সাগরের তীর থেকে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৯৬৫ সাল থেকে তিনি টেলিভিশনের শিল্পী হিসেবেও গান শুরু করেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের জন্যও বহু গান গেয়েছেন তিনি।

জিনাত রেহানার সংগীতজীবনের পেছনে ছিল পারিবারিক প্রেরণা। তাঁর মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন একজন গীতিকার ও লেখক এবং খালা আঞ্জুমান আরা বেগম ছিলেন খ্যাতিমান কণ্ঠশিল্পী। তাঁর স্বামী ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দ। খালা আঞ্জুমান আরা বেগমের উৎসাহেই মূলত সংগীতজগতে প্রবেশ করেন জিনাত রেহানা।

আরো পড়ুন