Ridge Bangla

শুটিংয়ে আহত শাহরুখ খান, এক মাস বিশ্রামের পরামর্শ

মুম্বাইয়ে নতুন ছবি কিং–এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে সিনেমার একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় চোট পান তিনি।

দুর্ঘটনাটি ঠিক কবে ঘটেছে এবং তার আঘাতের মাত্রা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। তবে শুটিং সেট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল শাহরুখকে। চিকিৎসকেরা তাকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

শাহরুখের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা ও পরবর্তী চেকআপের জন্য শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি। আরেকটি সূত্র বলেছে, আঘাত গুরুতর নয়, তবে আগের মতো দ্রুত শুটিং শুরু করা সম্ভব হবে না। গত কয়েক বছরে একের পর এক অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করতে গিয়ে প্রায়ই আঘাত পেয়েছেন শাহরুখ।

কিং ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন তার মেয়ে সুহানা খান। খল চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। সিনেমাটির পরবর্তী অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।

শাহরুখের ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে তার চিকিৎসা ও বিশ্রামের বিষয়টি মাথায় রেখে কিং ছবির শুটিং সূচি নতুন করে নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছে প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র।

আরো পড়ুন