ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে আলোচিত একটি সিনেমা। ভয়ঙ্কর এই চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর তার বিপরীতে বলিউড ও হলিউডের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে কাস্ট করা হতে পারে—এমন গুঞ্জনে সরগরম ঢালিউড অঙ্গন।
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের এই সিনেমাটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হবে। একাধিক সূত্র জানায়, এতে কলকাতার মধুমিতা সরকারও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। যদি প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণ নিশ্চিত হয়, তবে এটি হবে ঢালিউডের ইতিহাসে আন্তর্জাতিকভাবে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টগুলোর একটি।
বড় বাজেটের এই অ্যাকশনধর্মী সিনেমার শুটিং ২০২৫ সালের মাঝামাঝি শুরু হতে পারে এবং ২০২৬ সালের ঈদুল ফিতরে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, প্রযোজক শিরিন সুলতানা। বিশাল বাজেট, শাকিব খানের জনপ্রিয়তা এবং প্রিয়াঙ্কার সম্ভাব্য উপস্থিতি সিনেমাটিকে আন্তর্জাতিক বাজারেও পরিচিত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যদিও এখনো প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নির্মাতাদের আগ্রহ রয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক তারকাদের মাধ্যমে সিনেমাটিকে গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
সিনেমা বিশ্লেষকদের মতে, “এই সিনেমার মাধ্যমে ঢালিউড নতুন এক উচ্চতায় পৌঁছাতে পারে।” শাকিব-প্রিয়াঙ্কার জুটি পর্দায় কতটা ঝলক দেখায়, তা দেখার অপেক্ষায় এখন পুরো সিনে মহল।