Ridge Bangla

লালদিয়া টার্মিনাল প্রকল্পে সহযোগিতায় ডেনমার্ককে ধন্যবাদ পররাষ্ট্র উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে চুক্তির অগ্রগতির জন্য ডেনমার্ককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলস হ্যানসেনের সঙ্গে বৈঠককালে তিনি এই কৃতজ্ঞতা জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারও উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এলসিটি প্রকল্পে ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ ইতোমধ্যেই বাংলাদেশে সর্ববৃহৎ একক ইউরোপীয় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের প্রতি ডেনমার্কের দীর্ঘমেয়াদি সহযোগিতার কথা স্মরণ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার পর নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ডেনমার্কের সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সহযোগিতার কথা তুলে ধরেন।

ড্যানিশ স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলস হ্যানসেন জানান, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায্য বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ডেনমার্ক অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এলসিটি প্রকল্প দুই দেশের সম্পর্ককে নতুন এক ধাপে উন্নীত করবে এবং এ সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য আরও সুস্পষ্ট সুবিধা বয়ে আনবে।

তিনি বৈঠকে কক্সবাজার উপকূলে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর উইন্ড পাওয়ার প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগের অগ্রগতি সম্পর্কেও পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। উভয়পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার ইতিবাচক ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন