২০২৪–২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পেয়েছে রেকর্ডসংখ্যক ৩২টি সিনেমা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। চূড়ান্ত তালিকা নির্ধারিত হয়েছে মঙ্গলবার (১ জুলাই)।
তিন ধাপের যাচাই-বাছাই শেষে এই অনুদান তালিকা চূড়ান্ত করা হয়। প্রথম ধাপে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া প্রস্তাবগুলো প্রাথমিকভাবে মূল্যায়ন করে। দ্বিতীয় ধাপে অনুদান বাছাই কমিটি যাচাই করে নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেয়। তৃতীয় ধাপে নির্ধারিত হয় ৩২টি চলচ্চিত্রের নাম।
সরকারি সূত্রে জানা গেছে, এবারের অনুদান প্রক্রিয়ায় সর্বোচ্চসংখ্যক আবেদন জমা পড়ে— পূর্ণদৈর্ঘ্যে ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১৪০টি চিত্রনাট্য, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
পূর্ণদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্র পাবে ৭৫ লাখ টাকা করে অনুদান এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো পাবে ২০ লাখ টাকা করে। সব মিলিয়ে সরকার ১৩ কোটি টাকা বরাদ্দ রেখেছে এবারের চলচ্চিত্র অনুদানের জন্য।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলচ্চিত্রগুলোর গুণগত মান, বিষয়বস্তু এবং নির্মাণ সম্ভাবনার ভিত্তিতে অনুদান দেওয়া হয়েছে। বিশেষ করে নতুন ও উদীয়মান নির্মাতাদের উৎসাহিত করাই ছিল এবারের অনুদান কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
তালিকাভুক্ত সিনেমাগুলোর নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অনুদানপ্রাপ্ত নির্মাতারা মনে করছেন, এই সরকারি সহায়তা শিল্পের সঙ্গে যুক্তদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।