Ridge Bangla

মিয়ানমারে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ পরেও চলছে বিদ্রোহী গোষ্ঠীর লড়াই

myanmar earthquake

মিয়ানমারে গত ২ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে শুক্রবার পর্যন্ত সেনাবাহিনী ১৪টি হামলা চালিয়েছে, এমন খবর প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

মিয়ানমারে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বেঁচে থাকা মানুষরা এখন টিকে থাকার জন্য সংগ্রাম করছে। ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণকাজ চালাতে সামরিক জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী উভয়ই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি দাবি করেছে যে, সেনাবাহিনীর হামলার প্রতিক্রিয়া হিসেবেই তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক মিয়ানমারের সামরিক অভিযান বন্ধ করার এবং ভূমিকম্পের শিকার মানুষের জন্য সহায়তার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি মানবিক ত্রাণ সংস্থাগুলোকে মিয়ানমারে অবাধে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্যও আবেদন করেছেন।

গত ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গৃহহীন মানুষদের সৃষ্টি করেছে।

আরো পড়ুন