Ridge Bangla

ভিয়েতনামে নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনস্থল হা লং বে-তে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে অন্তত আটজন। দুর্ঘটনায় অলৌকিকভাবে ১০ বছরের এক শিশুসহ মোট ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে আকস্মিক ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে ‘ওয়ান্ডার সিস’ নামের নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই হানয় থেকে আগত পরিবারভুক্ত পর্যটক।

নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্যোগের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাটি ঘটার আগেই যাত্রীরা কিছু বুঝে ওঠার সুযোগ পাননি। ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটলেও অভিযান রাতভর এবং রবিবারও অব্যাহত থাকে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, হা লং বে একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ২০১৯ সালে প্রায় ৪০ লাখ পর্যটক হা লং বে-তে ভ্রমণ করেছিলেন।

আরো পড়ুন