পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য শনিবার (২৯ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গিয়েছে। ভিড় থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি। ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য বিষয়, যেন সকল কষ্ট এক স্বস্তির নিঃশ্বাসে পরিণত হয়েছে।
ট্রেনে অতিরিক্ত যাত্রী সামাল দিতে স্টেশনের প্রধান গেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ট্রেনের ভেতরে সীট না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত কয়েকদিন যাবৎ টিকিট ছাড়া প্লাটফর্মে ঢোকার ওপর প্রতিবন্ধকতা ছিল, তবে আজ তা অনেকাংশে শিথিল করা হয়েছে। বাড়ি ফেরার এত মানুষের চাপ সামাল দিতে অনলাইন এবং অফলাইন টিকিট চেকিং ব্যবস্থা জোরদার করে প্লাটফর্মে যাত্রীদের ঢোকানো হচ্ছে।
ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এবারের ঈদে যাত্রা অনেকটাই স্বস্তির হচ্ছে, কেননা নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। এছাড়া, যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি না হয়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ফলে যাত্রীরা এবার ঈদযাত্রা করতে পারবেন নিরাপদ ও স্বস্তির সাথেই।