Ridge Bangla

বাংলাদেশের খেলা দেখতে মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুলাই) খেলা শুরুর আগেই তিনি মাঠে আসেন এবং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

বাংলাদেশ ক্রিকেটে রাজনীতিকদের উপস্থিতি নতুন নয়। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও প্রায়ই বিভিন্ন ক্রীড়াঙ্গনে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার মিরপুরের গ্যালারিতে দেখা গেল মির্জা ফখরুলকে। তিনি ভিআইপি গ্যালারিতে জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমসহ বিভিন্ন বিশিষ্টজনের সঙ্গে ম্যাচের প্রথমাংশ উপভোগ করেন। ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। ইনিংস শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন বিএনপি মহাসচিব।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে ফখরুল বলেন, “সাকিব দলে ফিরবে কি না, তা নির্ভর করবে তার ফর্মের উপর। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না, এবং বিশ্বাসও করি না। যোগ্য হলে সে অবশ্যই দলে আসবে।”

পরে প্রিয় ক্রিকেটার সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল জানান, “আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।”

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর দেশের মাঠে এমন প্রাণবন্ত আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন