Ridge Bangla

প্রেমের গুঞ্জনে সৃজিতের জবাব ‘রিল্যাক্স’

কলকাতার সিনেমাপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা। সম্প্রতি পুরীর সমুদ্রসৈকতে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে।

জানা গেছে, পুরীতে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং চলাকালীন সমুদ্রের ধারে সৃজিতের সঙ্গে সেলফি তোলেন সুস্মিতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “স্যার আঁখো পার।” এরপরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জন।

শুক্রবার ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে হাজির হন সৃজিত, জয়া আহসান ও সুস্মিতা। প্রেমের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। এ নিয়ে যা বলা হচ্ছে, তার জবাব দেওয়ার কিছু নেই।”

অন্যদিকে সৃজিত মুখার্জি হেসে জবাব দিয়ে বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটি সেলফি নিয়ে এত আলোচনা হবে ভাবিনি। আমরা পুরোনো দিনের গল্পের ছবি বানালেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি। তাই রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত উত্তেজনার কিছু নেই।”

দুজনেই স্পষ্টভাবে সম্পর্কের গুঞ্জন অস্বীকার করলেও বন্ধুত্বের কথা স্বীকার করেছেন। এই সম্পর্ক ভবিষ্যতে ভিন্ন রূপ নেবে কি না, তা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ব্রাত্য বসু অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শেষ দিকে। ছবির শুটিং লুক দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন