Ridge Bangla

পুত্রসন্তানের বাবা হলেন গায়ক আরফিন রুমি

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি আবারও বাবা হয়েছেন। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দেন। এ সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন রুমি।

ফেসবুকে তিনি লিখেছেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ। সবাই তাদের জন্য দোয়া করবেন।”

আরফিন রুমি ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন। এর আগে ২০০৮ সালে তিনি গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারে রয়েছে তার এক পুত্রসন্তান।

রুমির ব্যক্তিজীবনও এক সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে করার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। এমনকি প্রথম স্ত্রীর মামলা চলাকালীন সময়ে রুমিকে গ্রেপ্তারও হতে হয়েছিল।

তবে সংগীতজগতে আরফিন রুমি তার প্রতিভা ও সাফল্যের জন্য সমাদৃত। একাধিক হিট গানের মাধ্যমে তিনি দর্শক ও শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

এবার পুত্রসন্তানের আগমন তার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়কে আরও রঙিন করেছে। রুমি জানান, নতুন সন্তান ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটি। শ্রোতাদের এবং ভক্তদের আনন্দের অংশ করতে সামাজিক মাধ্যমে খবরটি শেয়ার করে রুমি সকলের শুভকামনা কামনা করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৫

আরো পড়ুন