Ridge Bangla

পাল্টা করের কারণে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভ

hands off protest

“ট্রাম্পের পদত্যাগ চাই”, “গণতন্ত্র মুক্তি পাক”, “আমাদের কোনো রাজা নেই”—এই স্লোগানগুলোয় মুখর ছিল যুক্তরাষ্ট্রের রাজপথ। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে শনিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব ক’টিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের কয়েকটি দেশেও একযোগে এই বিক্ষোভ হয়েছে।

‘হ্যান্ডস অফ’ নামে পরিচিত এই আন্দোলনের মূল আয়োজক ছিল অধিকারকর্মীদের প্রায় দেড়শ গোষ্ঠী। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো—ওয়াশিংটন, নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, কলোরাডো, মিনেসোটা, ক্যারোলাইনা, ডেলাওয়্যারসহ ১ হাজার ৪০০টির বেশি স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়। ‘ইনডিভিজিবল’ নামের একটি সংগঠনের তথ্যমতে, এই কর্মসূচিতে অংশ নিতে প্রায় ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

বিক্ষোভকারীদের তিনটি মূল দাবি হলো:
১. ট্রাম্প প্রশাসনে ধনকুবেরদের দখলদারি ও দুর্নীতি বন্ধ
২. ‘মেডিকেইড’সহ কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট কাটা বন্ধ
৩. অভিবাসী, ট্রান্সজেন্ডার ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন ও সহিংসতা বন্ধ

সবচেয়ে বড় বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। সেখানে আয়োজক সংগঠনের মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।”

আরো পড়ুন