Ridge Bangla

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারত থেকে ব্লক করেছে ভারত সরকার। ফলে এখন থেকে ভারতের ভেতর থেকে চ্যানেলটি আর দেখা যাবে না।

ভারত থেকে চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে দেখানো হচ্ছে, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই দেশে এই কনটেন্ট বর্তমানে অনুপলব্ধ (Unavailable)।”

পেহেলগাম হামলার পর ভারত একযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে, যেগুলোর সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ। নয়াদিল্লির দাবি, এসব চ্যানেল থেকে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক ও সাম্প্রদায়িক উসকানিমূলক কনটেন্ট প্রচার করা হচ্ছিল।

এই ব্লককৃত চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের কয়েকটি প্রথম সারির গণমাধ্যমও রয়েছে। এমনকি সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও ভারত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া পাকিস্তানের চার তারকা ক্রিকেটার—বাবর আজম, মুহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। দুইদিন আগেই পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন অ্যাথলেট আর্শাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে বন্ধ করে দেওয়া হয়।

বিবিসির একটি প্রতিবেদনেও উত্তেজনা ছড়ায়। পেহেলগামের পর্যটকদের ওপর হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী’ না বলে ‘জঙ্গি’ হামলা বলায় ভারত সরকার আপত্তি তোলে। এ বিষয়ে বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে চিঠি দেওয়া হয়।

পেহেলগাম হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, ভিসা বাতিলসহ একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ কঠোর পাল্টা পদক্ষেপ নিয়েছে।

আরো পড়ুন