হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)। এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি প্রাইভেটকারে করে দ্রুতগতিতে বিমানবন্দর এলাকা ত্যাগের চেষ্টা করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এপিবিএনের সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশিতে গাড়ির টুলবক্সে রাখা একটি ছোট ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৫৭৭ গ্রাম স্বর্ণ। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালানে জড়িত। বিভিন্ন সময় অজ্ঞাত পরিচয়ের যাত্রীদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে তারা এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “সম্প্রতি বিমানবন্দর হয়ে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে। আমরা নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে এসব অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছি।”