Ridge Bangla

দীর্ঘদিন পর বিজ্ঞাপনে ফিরছেন শাকিব খান

দেশের চলচ্চিত্র জগতের সুপারস্টার শাকিব খান এবার নতুন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের সামনে ফিরেছেন। শীতকালীন ত্বক সুরক্ষার জনপ্রিয় একটি পণ্যের নতুন টিভিসি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটির পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন দেশের পরিচিত নির্মাতা আদনান আল রাজীব।

গত দুদিন ধরে রাজধানীতে বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি টেলিভিশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। চলতি বছরের প্রথমার্ধে শোনা যাচ্ছিল, শাকিব খান ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন। শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। মে মাস থেকে তিনি কোম্পানির কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, এখন থেকে তিনি নিয়মিত বিভিন্ন কোম্পানির সঙ্গে টিভিসি, ফটোশুট এবং অন্যান্য প্রচারণার কাজ করবেন। এ ছাড়া তাঁর আগামী সিনেমা ‘সোলজার’-এর দৃশ্যধারণও শুরু হয়েছে। সিনেমার পরিচালক সাকিব ফাহাদ এক ভিডিও বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।

সিনেমায় শাকিব খানের সঙ্গে তারিক আনাম খান, তৌকীর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো শিল্পীরা রয়েছেন। নায়িকার চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। তবে নির্মাতা নায়িকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন