সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষ (২০২৪-২০২৫) অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে রাজধানীর সরকারি সাত কলেজের ভর্তি কার্যক্রম এখন থেকে এই অন্তর্বর্তীকালীন কাঠামোর অধীনেই পরিচালিত হবে।
ইউজিসির তত্ত্বাবধানে গঠিত এই অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তার দপ্তর স্থাপন করা হচ্ছে ঢাকা কলেজে। অধ্যাপক ইলিয়াস জানিয়েছেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে সনাতন পদ্ধতিতে। কারিগরি সহায়তার জন্য বুয়েটের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ (সেকেন্ড টাইম) রাখা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে সাত কলেজের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।