ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে বিশেষ মশক নিধন অভিযান ‘অপারেশন ক্লিন টুডে: সেফ টুমোরো’ শুরু করেছে। বুধবার (২ জুলাই) মিরপুর-১ এর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী স্টাফ কোয়ার্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষার্থীদেরও এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে।”
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, ডিএনসিসির ২, ৮, ১২, ১৩, ২২ ও ৩৪ নম্বর ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব সবচেয়ে বেশি। এই ওয়ার্ডগুলোকে ডেঙ্গু সংক্রমণের জন্য উচ্চঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, আজ থেকেই এসব ওয়ার্ডে সমন্বিতভাবে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রজননস্থল অপসারণ, লার্ভিসাইড প্রয়োগ, ফগিং, লিফলেট বিতরণ, মাইকিং, সতর্কতামূলক নোটিশ প্রদান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম।
ডিএনসিসি আশা করছে, নগরবাসীর সক্রিয় সহযোগিতা থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এই কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।