Ridge Bangla

জুলাই নিয়ে সরকারি অনুদানে নির্মিত হবে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র: তথ্য উপদেষ্টা

জুলাই মাসকে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র—এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, “জুলাই থিমের বাইরে গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলো নিয়েও একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে সরকারি অনুদানে।”

তিনি আরও জানান, জুলাই মাসকে কেন্দ্র করে এই চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য চলতি সপ্তাহেই পাঁচ কোটি টাকার বিশেষ বরাদ্দের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রেক্ষাপটে ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে দুই শতাধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে সরকারি গণযোগাযোগ অধিদফতর (ডিএফপি) থেকে ৯টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) নির্মাণ করেছে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এছাড়া বিটিভিও এ উদ্যোগের অংশ হিসেবে “জুলাইয়ের ৩৬ দিন” শিরোনামে ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। পাশাপাশি আরও চারটি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।

ফেসবুক পোস্টের শেষাংশে উপদেষ্টা লেখেন, “জুলাইয়ের শহীদদের সালাম। আমরা জুলাইকে ভুলতে দেব না।”

আরো পড়ুন