জাপানের জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিনোদন অঙ্গন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তার পরিবার জানায়, টোকিওর তোশিমা ওয়ার্ডের নিজ অ্যাপার্টমেন্ট থেকে কয়েক দিন আগে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই ওই অ্যাপার্টমেন্ট থেকে যে মরদেহ উদ্ধার করা হয়, সেটি ডিএনএ পরীক্ষা শেষে ১৭ জুলাই নাগিকো তোনোর বলে নিশ্চিত করা হয়। অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ধরনের ভাঙচুর বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনায় কোনো অপরাধের যোগসূত্র নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
নাগিকো তোনো খুব অল্প বয়সেই অভিনয় জীবন শুরু করেন। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করে তিনি ১৯৯৯ সালে এনএইচকের জনপ্রিয় নাটক সুজুরান-এ নায়িকার চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান। এরপর থেকে তিনি নিয়মিত দুই ঘণ্টার নাটক, বিনোদনমূলক অনুষ্ঠান, সিনেমা ও মঞ্চনাটকে অভিনয় করে নিজেকে জাপানি বিনোদনজগতের আলোচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তার অকালপ্রয়াণে সহকর্মী, ভক্ত ও সমালোচকরা শোক প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে স্মরণ করে লিখেছেন, জাপানি নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। তার অবদান দীর্ঘদিন মনে রাখবেন দর্শকরা।
পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানাতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।