Ridge Bangla

গোপালগঞ্জে সহিংসতা: এইচএসসির বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাটি হলো ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র। তবে দেশের অন্যান্য জেলার কেন্দ্রগুলোতে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনায় আমরা গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষাটি স্থগিত করেছি। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।”

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলায় আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলা ও বোর্ডে পরীক্ষাটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”

এদিকে, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলায় ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

এর আগে গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা।

আরো পড়ুন