Ridge Bangla

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কারফিউ বা ১৪৪ ধারা কার্যকর থাকবে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে আবারও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কয়েকজন নিহত হন এবং বহু মানুষ আহত হন। পরদিন (১৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় আরও কয়েক দফায় কারফিউ বাড়ানো হয়।

অবশেষে রোববার সন্ধ্যায় স্বাভাবিকতা ফিরতে শুরু করলে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন