২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টার পর আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের ৩৬ দিনের রাজনৈতিক কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসিফুজ্জামান রিপন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলন শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে, কিন্তু ছাত্রদল রাজপথে নেতৃত্ব দিয়েছে। শহীদ হয়েছেন আমাদের শতাধিক নেতাকর্মী।” সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদল ছিল অগ্রভাগে।”
বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, “ছাত্রদল আন্দোলনের শুরুতেই যে ভূমিকা নিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রক্ত বৃথা যাবে না।”
রুহুল কবির রিজভী বলেন, “এই মোমবাতি শুধু আলো নয়, গণতন্ত্রের নতুন যাত্রার প্রতীক। শেখ হাসিনার দমননীতিকে অতিক্রম করে ছাত্রদল যেভাবে সামনে এসেছে, তাতে প্রমাণ হয়েছে—সত্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।”
ছাত্রদলের এই কর্মসূচিকে অনেকে একটি প্রতীকী পুনর্জাগরণ হিসেবে দেখছেন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।