বেতন-ভাতা ও বকেয়াকে কেন্দ্র করে আন্দোলনরত টিএনজেড অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের জন্য কোম্পানির কারখানার গাড়ি বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।
গত ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের অসন্তোষ নিরসনে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেডের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। এ সময় তিনি বলেন, “বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগে ঘটেছে কিনা, তা আমি জানি না। মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।”
শিল্প পুলিশের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ১২২টি তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। তাদের তথ্যানুযায়ী, ২,৭৬৮টি কারখানা তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। তবে ১২২টি কারখানার মধ্যে ৩০টি এখনও জানুয়ারি ও এর আগের মাসের বেতন দেয়নি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।