Ridge Bangla

আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউশনের আইনজীবীরা।

এর আগে, গত ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছিল প্রসিকিউশন। ওই দিন সকালে মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৫ আগস্ট। সেদিন সাভারের আশুলিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন আহত হন। পরে অভিযোগ ওঠে, পুলিশ ওই পাঁচজনের মরদেহ ও আহত ব্যক্তিকে একটি পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

এই বর্বর ঘটনার বিরুদ্ধে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ হিসেবে মামলা দায়ের করা হয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত। অভিযোগপত্রে সাবেক এমপি সাইফুল ইসলামকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে এবং অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। মামলাটি রাজনৈতিক দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিচারিক নজির স্থাপনের নতুন এক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন