Ridge Bangla

আশুলিয়ায় চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন

সাভারের আশুলিয়ায় চলন্ত অবস্থায় একটি শ্রমিকবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাসের চালক রেজাউল ইসলাম ও মালিক সেলিম আহমেদ জানান, বাসটি ডিইপিজেড এলাকায় শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। ঘটনার সময় বাসটি পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক তুলতে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। থানা স্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পান। তিনি দ্রুত গাড়ি থামিয়ে মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পাওয়ার পর ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ রহমান জানান, বিকাল ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও তা বড় কোনো দুর্ঘটনায় রূপ নেয়নি।

ঘটনার পর পুলিশ দ্রুত সড়ক থেকে বাসটি সরিয়ে নেয়, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে। তবে এ বিষয়ে হাইওয়ে পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন