Ridge Bangla

আলীর ট্রেলারে ইরফানের চমক

প্রকাশিত হয়েছে বিপ্লব হায়দার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলী’-র অফিসিয়াল ট্রেলার। রহস্যঘন আবহে শুরু হওয়া ট্রেলারটি দর্শকদের মনোযোগ কেড়ে নেয় এক অজানা কণ্ঠের বক্তব্য দিয়ে— ‘ভিক্টিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমন ভয়, তেমনি আতঙ্কের।’

এরপরই দেখা মেলে এক ভয়াবহ অট্টহাসি ও চমকে দেওয়া কিছু দৃশ্যের। কাঠগড়ায় দাঁড়ানো বোবা চরিত্রে ইরফান সাজ্জাদ—চোখে ভয়, ক্ষোভ ও অসহায়ত্ব—কোনো কিছু বলতে না পারলেও চোখই যেন তার সব ভাষা প্রকাশ করছে। ট্রেলারে এক আইনজীবী বলেন, ‘ইওর ওনার, সে একজন সিরিয়াল কিলার।’—এই সংলাপের পরই রহস্য জটিল হয়ে ওঠে। প্রশ্ন জাগে, ‘তোর নাম কী আসলেই আলী?’

একেবারে অন্যরকম অ্যাকশনধর্মী লুকে দেখা যায় ইরফানকে, যিনি যেন নিজের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত। অন্যদিকে মিশা সওদাগরের সংলাপ ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে শুধু কাগজের আইন আর সাক্ষী যথেষ্ট নয়’—দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে।

পাহাড়ি পরিবেশে নির্মিত মানবিক গল্পে ভরপুর ‘আলী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র দুটি—ভাই আলী (ইরফান সাজ্জাদ) ও বোন রশ্নি (মিলিতা মেহজাবিন অর্পা)। স্বাবলম্বী হওয়ার স্বপ্নে শহরে পাড়ি জমানো রশ্নিকে আগলে রাখতে চায় তার বোবা ভাই। কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবন চিরতরে বদলে দেয়।

নির্যাতন, নিঃসঙ্গতা ও অবিচারের বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী আলীর সংগ্রাম আর বোন রশ্নির ভাইকে খুঁজে পাওয়ার লড়াই—এই দ্বৈত প্লট সিনেমাটিকে দেয় এক শক্তিশালী আবেগঘন ভিত্তি।

কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজলসহ আরও অনেকে অভিনয় করেছেন এই সিনেমায়। নির্মাতা এবং অভিনেতা উভয়ের পক্ষ থেকেই সিনেমাটি নিয়ে রয়েছে দারুণ প্রত্যাশা।

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘আলী’। ট্রেলারই বুঝিয়ে দেয়, এটি শুধু একটি অ্যাকশন ছবি নয়—ভাইবোনের অটুট ভালোবাসার এক আবেগময় গল্প।

আরো পড়ুন