রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে হঠাৎ আগুন দেখা দিলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার খবর পাওয়ার পরই ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, ঠিক কী কারণে গাড়িটিতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিতে পারে। ঘটনার সময় গাড়ির মালিক সেখানে উপস্থিত ছিলেন না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, “ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। গাড়িটি আংশিক পুড়ে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”