দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল কে হচ্ছেন নতুন পোপ। ভ্যাটিকানে সেন্ট পিটার্স বাসিলিকার ঐতিহ্যবাহী ব্যালকনি থেকে পোপের নাম ঘোষণার আগেই উপস্থিত জনতা চিৎকার করে উঠেছিল—“ভিভা ইল পাপা”, অর্থাৎ “পোপ দীর্ঘজীবী হোন”।
৬৯ বছর বয়সী রবার্ট প্রিভোস্ট হচ্ছেন সেন্ট পিটার এর সিংহাসনের ২৬৭তম অধিকারী। পোপ হওয়ার পর তার নাম রাখা হয়েছে পোপ লিও চতুর্দশ।
তিনি ইতিহাসে প্রথম মার্কিন নাগরিক যিনি পোপের দায়িত্ব নিচ্ছেন। তবে অনেকে তাঁকে লাতিন আমেরিকার প্রতিনিধিও মনে করেন, কারণ তিনি দীর্ঘ সময় পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে সেখানে আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৫৫ সালে শিকাগোতে জন্ম নেওয়া রবার্ট প্রিভোস্ট ছোটবেলায় বেদীপালক ছিলেন এবং ১৯৮২ সালে পুরোহিত হিসেবে অভিষিক্ত হন। অভিষেকের তিন বছর পর তিনি পেরুতে চলে যান। যদিও নিয়মিত যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন এবং নিজের শহরে পাদ্রী ও চার্চের প্রধান হিসেবে কাজ করেছেন।
তাঁর রয়েছে পেরুভিয়ান নাগরিকত্বও। সেখানে তিনি বিশেষভাবে স্মরণীয়—প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য এবং স্থানীয় গির্জার মধ্যে সেতুবন্ধন গড়ার জন্য।