Ridge Bangla

ইসরাইলকে বাদ দিয়েই সৌদির সঙ্গে এককভাবে চুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইসরাইলের সঙ্গে আলোচনা স্থবির থাকায়, সৌদি আরবকে সঙ্গে নিয়ে এককভাবে আঞ্চলিক চুক্তির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র— এমনই ইঙ্গিত দিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। ইসরাইলি সংবাদমাধ্যম এন১২ জানায়, গাজায় হামাসের হাতে আটক জিম্মি পরিবারের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি জানান, জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার অচলাবস্থা এবং ইসরাইলের নিষ্ক্রিয় ভূমিকায় ওয়াশিংটনের হতাশা দিন দিন বাড়ছে। ওই মার্কিন কর্মকর্তা বলেন,

“যুদ্ধ চালিয়ে যাওয়ার যে মূল্য এখন পর্যন্ত ইসরাইল দিচ্ছে, তা ভবিষ্যতে আরও ভয়াবহ হবে— শুধু জিম্মিদের জন্যই নয়, গোটা রাষ্ট্রের জন্য।”

তিনি আরও বলেন,

“প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক চুক্তি এগিয়ে নিতে বদ্ধপরিকর— এমনকি ইসরাইল না থাকলেও। হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি এই প্রক্রিয়ার অংশ।”

তিনি ‘ডিল অব দ্য মিলেনিয়াম’-এর কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি ইসরাইলকে বাদ দিয়েই বাস্তবায়ন হতে পারে।

এ বক্তব্যে জিম্মি পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। তাদের মতে, শুধু বার্তাটিই নয়, যুক্তরাষ্ট্রের টোন ও ভঙ্গির পরিবর্তনই তাদের বেশি ভাবিয়ে তুলেছে— কারণ এতদিন তারা যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত মিত্র হিসেবে দেখে এসেছেন।

ওই মার্কিন কর্মকর্তা আরও জানান,

“বর্তমান ইসরাইলি সরকার মনে করে সামরিক চাপে ছাড় আদায় সম্ভব, কিন্তু বাস্তবতা হলো— এই অভিযান জিম্মিদের জীবন বিপন্ন করছে।”

তাঁর মতে, যুক্তরাষ্ট্র এখন কৌশলগত পুনর্গঠন প্রক্রিয়ায় সৌদি আরবকে অগ্রাধিকার দিচ্ছে, এবং এই ‘ঐতিহাসিক ট্রেন’ ইতোমধ্যে স্টেশন ছাড়িয়েছে। ইসরাইল যদি সাড়া না দেয়, যুক্তরাষ্ট্র অপেক্ষা করবে না।

রয়টার্সের বরাতে জানানো হয়, যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, তবে এটি ইরান প্রতিরোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি বড় ধাপ হবে— যদিও তাতে জেরুজালেমকে চুক্তির বাইরে থাকতে হবে।

আরো পড়ুন