কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বীর পাকুন্দিয়া গ্রামের বিএনপি নেতা জসিম উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম শোভন (১৯) এবং মধ্য পাকুন্দিয়া গ্রামের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকের ছেলে আনছার উদ্দিন আহাম্মদ (২০)। তারা দুজনেই পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোভন ও আনছার মোটরসাইকেলযোগে মির্জাপুর যাচ্ছিলেন। বরাটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনছারকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
অটোরিকশার যাত্রী করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের নাজিম আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজা আক্তার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। শোভনকে মৃত এবং আনছারকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। পরে কিশোরগঞ্জ নেওয়ার পথে আনছার মারা যান।