তুরস্কের সরকার দেশটির কারাবন্দি ইস্তানবুল মেয়র এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামওগলুর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ‘এক্স’ (সাবেক টুইটার)–এ তুরস্কের ভেতর থেকে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। ইমামওগলু তাঁর ৯.৭ মিলিয়ন অনুসারীর সঙ্গে এই প্ল্যাটফর্মেই নিয়মিত যোগাযোগ রাখতেন।
আইনজীবীদের মাধ্যমে কারাগার থেকে প্রতিদিন বার্তা পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন ইমামওগলু। তাঁর দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) একে ১৯ মার্চ তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে সরকারের ‘নিশ্চুপ করানোর পরিকল্পনার অংশ’ বলে দাবি করেছে।
দলের নেতারা বলেন, সরকার পরিকল্পিতভাবে ইমামওগলুর কণ্ঠরোধ করছে, কারণ সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলে এরদোয়ানকে পরাজিত করার মতো জনপ্রিয়তা অর্জন করেছেন।
এক্স-এ তাঁর অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এটি ‘আইনি দাবির ভিত্তিতে’ তুরস্কের ভেতর ব্লক করা হয়েছে। তবে ভিপিএন ব্যবহার করে অ্যাকাউন্টটি এখনো দেখা যাচ্ছে।
তুরস্ক সরকার বর্তমানে ইমামওগলুর একটি পোস্ট তদন্ত করছে, যেখানে তিনি গ্রেপ্তারের প্রতিবাদে জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদে আহ্বান জানিয়েছিলেন। তাঁর সমর্থকরা একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।
এদিকে এলন মাস্কের মালিকানাধীন এক্স কর্তৃপক্ষ তুরস্ক সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে।
উল্লেখ্য, মার্চে দুর্নীতির অভিযোগে একরেম ইমামওগলু ও আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে তুরস্ক সরকার। মানবাধিকার সংস্থাগুলো এই গ্রেপ্তারকে ‘নাগরিক সমাজের ওপর পরিকল্পিত হামলা’ বলে উল্লেখ করেছে। তাঁর গ্রেপ্তারের পর দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে।