তারকাদের প্রেম নিয়ে গুঞ্জন যেন থামছেই না। দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু-কে নিয়েও দীর্ঘদিন ধরেই নানা প্রেমের জল্পনা চলছে। যদিও এসব নিয়ে কখনোই নিশ্চিত কিছু জানাননি অভিনেত্রী নিজে। এবার নতুন করে আবারও বলিউডে শুরু হয়েছে সামান্থার প্রেম নিয়ে আলোচনা।
আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, প্রাক্তন স্বামী নাগা চৈতন্য-এর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন সামান্থা। তবে শোনা যাচ্ছে, সেই একাকীত্ব কাটিয়ে তিনি এখন নতুন কারো সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছেন — যিনি সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন।
বিশেষ করে পরিচালক রাজ নিদিমোরু-র সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন নতুন নয়। সম্প্রতি সামান্থার প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত ছিলেন এবং ইনস্টাগ্রামে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন। ছবিগুলোর একটিতে রাজ নিদিমোরুকেও দেখা যায়।
সামান্থা সেই পোস্টে লেখেন, “পথটা দীর্ঘ ছিল। কিন্তু আমরা এখন এখানে। নতুন শুরু।” এই ‘নতুন শুরু’ শব্দবন্ধটি ঘিরেই শুরু হয় নতুন গুঞ্জন— তবে কি নতুন প্রেম?
তবে এইসব গুজব উড়িয়ে দিয়ে সামান্থা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর ইনস্টাগ্রামের ওই পোস্টটি তার প্রযোজক হিসেবে নতুন যাত্রাকে বোঝাতে লেখা হয়েছিল। তিনি আরও জানান, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই।
সামান্থার এই ব্যাখ্যা কিছুটা স্পষ্ট হলেও, অনুরাগীদের একাংশ এখনও ভাবছে— এমন স্টেটমেন্ট কি সত্যিই প্রেম নেই বলেই, না কি মিডিয়ার আগ্রহ এড়াতেই?