Ridge Bangla

পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো মৌ

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে’ এবার রূপ নিচ্ছে এক হৃদয়স্পর্শী গল্পনির্ভর মিউজিক ভিডিওতে। নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। এই ভিডিওতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন খ্যাতিমান মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

ভিডিওতে মৌকে দেখা যাবে নিঃসঙ্গ এক মায়ের চরিত্রে, যার জীবনে হঠাৎ ফিরে আসে হারিয়ে যাওয়া মেয়ে—এক আবেগঘন পুনর্মিলনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে পুরো ভিডিওটি। মৌয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নতুন মডেল নিদ্রিতা সরকার। গানে কণ্ঠ দিয়েছেন টরন্টোপ্রবাসী গজলশিল্পী শিরিন চৌধুরী, যিনি বর্তমানে ফ্লোরিডা বসবাস করছেন। সংগীতটিতে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের আবেগঘন ছাপ। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিংগিস্টিক-এর ব্যানারে নির্মিত ভিডিওটি মুক্তি পাবে আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে।

চয়নিকা চৌধুরী বলেন, “তুমি রবে নীরবে গানটি সব মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার চিরন্তন উৎসর্গ। মৌয়ের অনবদ্য অভিনয় পুরো কাজটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। আশা করি, দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”

উল্লেখ্য, ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু করেন মৌ। দীর্ঘদিন ধরে তিনি দেশের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত নারী মডেল হিসেবে পরিচিত। নাটকেও মাঝে মাঝে দেখা যায় তাকে। সদ্যসমাপ্ত ঈদে ‘কোনো একদিন’ নাটকে আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেছেন মৌ। নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনায় ছিলেন চয়নিকা চৌধুরী।

আরো পড়ুন