চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জয় পাওয়ার পর দ্বিতীয় লেগেও একই সুরে খেললো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ৫ বছর পর শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিলো লুইস এনরিকের দল।
এর আগে, এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছায় ফরাসি জায়ান্টরা।
অন্যদিকে, আরেক সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী ৩০ মে দিবাগত রাতে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান।
দ্বিতীয় লেগে জয় ছাড়া বিকল্প ছিল না আর্সেনালের সামনে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইংলিশ ক্লাবটি। একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। উল্টো ২৭ মিনিটে পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজ গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতির পরও ধারাবাহিকভাবে আক্রমণ চালায় আর্সেনাল, কিন্তু গোল আদায় করতে পারেনি। ৭২ মিনিটে পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি গোল করে ব্যবধান বাড়ান ২-০। এর চার মিনিট পর বুকায়ো সাকা একটি গোল শোধ করে স্কোরলাইন করেন ২-১। তবে ম্যাচে আর ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল।