কাশ্মীরে বন্দুক হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর এই দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাকিস্তান দাবি করেছে, তারা গত দুই দিনে ভারতের পাঠানো ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির খবরে জানানো হয়, শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে—পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিক ও সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে পাঠানো ৭৭টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে। এসব ড্রোন ছিল ইসরায়েলের তৈরি ‘হারপ’ মডেলের।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গত বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “প্রত্যেকটি ড্রোন আমাদের রাডার সিস্টেমে ধরা পড়েছে এবং সময়মতো প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছোট ড্রোনও ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম।”
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘যথাযথ প্রতিক্রিয়া’ দেখাচ্ছে।