Ridge Bangla

দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির সময় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জুলাইয়ের সব গণতান্ত্রিক শক্তি একত্রিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লকেড চলছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকামুখী পদযাত্রা শুরু হবে।”

আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী, নারী ও মানবতা বিরোধী মুজিববাদী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করতে বাংলাদেশপন্থি সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।”

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, “২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক পতনের সূচনা হয়েছিল।” তাঁর এই বক্তব্য সরকারবিরোধী আন্দোলনে নতুন করে উত্তাপের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রেক্ষাপট:
বর্তমানে শাহবাগ মোড়ে চলছে এনসিপি এবং জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচি, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। ইতোমধ্যে এই দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

আরো পড়ুন