Ridge Bangla

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে একযোগে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত ১১টায় রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি জানান, শনিবার বিকেল ৩টায় শাহবাগে কেন্দ্রীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে। পাশাপাশি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করা হয়েছিল, সেসব জায়গায়ও একযোগে গণজমায়েত করা হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন,
“আমাদের আন্দোলন চলবে যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। আমাদের তিন দফা দাবি—
১) জুলাইয়ের ঘোষণাপত্র জারি
২) আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ
৩) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনা।”

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সরকারের গড়িমসি আর বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দিনের পর দিন আমরা শাহবাগে থাকবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।”

তিনি দেশের সর্বস্তরের মানুষকে গণজমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম, এবারও সেভাবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”

এই ঘোষণার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন