দীর্ঘ দাবদাহের পর অবশেষে ঢাকাবাসী পেল এক পশলা প্রশান্তির বৃষ্টি। সোমবার (১২ মে) ভোরের পরপরই আকাশে কালো মেঘের জমাট আবহে তৈরি হয় একধরনের সন্ধ্যামুখর পরিবেশ। এর সঙ্গে শুরু হয় দমকা হাওয়া, আর ঠিক তখনই নেমে আসে বৃষ্টি— যা খানিকটা হলেও স্বস্তি এনে দেয় গরমে অতিষ্ঠ জনজীবনে।
সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই বৃষ্টি চলে প্রায় আধা ঘণ্টা। রাজধানীর বিভিন্ন এলাকায় এই স্বল্পস্থায়ী বৃষ্টিতে মানুষ কিছুটা প্রশান্তি অনুভব করেন। এর আগের রাতেও হালকা বৃষ্টি হয়েছিল, যা তাপমাত্রার দাপট কিছুটা কমাতে সহায়ক হয়।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার সারাদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবারও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৫২ মিলিমিটার। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়— ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।
এই সাময়িক বৃষ্টি গরমের ক্লান্তিতে ভোগা নাগরিক জীবনে কিছুটা হলেও শান্তির নিঃশ্বাস এনে দিয়েছে।