Ridge Bangla

১৫ মে থেকে নাটোরে আম ও লিচু সংগ্রহ শুরু

নাটোর জেলায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ মে থেকে আম ও লিচু সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দিন গাছ থেকে গুটি আম সংগ্রহ করা যাবে। পরবর্তী তারিখগুলোতে ধাপে ধাপে বিভিন্ন জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জানানো হয়, গুটি আমের পর ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণীপছন্দ, খিরসাপাত ও হিমসাগর, ২ জুন থেকে লখনা, ১২ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি, হাড়িভাঙ্গা ও মোহনভোগ, ৪ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

লিচুর ক্ষেত্রেও সময় নির্ধারণ করা হয়েছে— ১৫ মে থেকে মোজাফফর জাত এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু সংগ্রহ করা যাবে।

সভায় আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই আম বা লিচু সংগ্রহের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নিতে হবে।

আরো পড়ুন