Ridge Bangla

ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯১ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ৮ হাজার ৮৬০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যা ৯১ শতাংশ উপস্থিতির হার নির্দেশ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ ইউনিটের পরীক্ষার কেন্দ্রীয় সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল হক জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন