সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে ‘জেলা বিশেষজ্ঞ পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রতিটি জেলার জন্য এই বিশেষজ্ঞ পুলে যোগ্য ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হবে, যারা শিক্ষক প্রশিক্ষণে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
বুধবার (২১ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং ও সমন্বয় অনুবিভাগের সহকারী সচিব মো. জাহাঙ্গীর হোসাইনের স্বাক্ষরিত একটি স্মারকে বিষয়টি জানানো হয়েছে।
স্মারকে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণ করে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের আগ্রহী প্রার্থীরা এই বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আগামী ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে। পুলে নির্বাচিত ব্যক্তিরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীদের যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরি সংক্রান্ত কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা অথবা সরকারি ক্রয় প্রক্রিয়ার যেকোনো একটি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
সরকারি বিশেষজ্ঞদের সম্মানী নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে, আর বেসরকারি বিশেষজ্ঞদের প্রতিটি সেশনের জন্য ২,৫০০ টাকা হারে সম্মানী দেওয়া হবে। তবে বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাপত্র, প্রবন্ধ বা জাতীয় দৈনিকে প্রকাশিত লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
মন্ত্রণালয় মনে করছে, এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষজ্ঞদের অংশগ্রহণ আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।