Ridge Bangla

নাম পরিবর্তনের দাবিতে অনশনে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

গাজীপুরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। ৪৬ ঘণ্টার আলটিমেটাম শেষে বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের অনশন কর্মসূচি চলবে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিক্রিয়া বা অগ্রগতি পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তাঁরা অনশন শুরু করেছেন।

শিক্ষার্থীদের প্রধান দাবি, শিক্ষা মন্ত্রণালয় তাঁদের প্রস্তাবিত চারটি নামের মধ্য থেকে যেকোনো একটি চূড়ান্ত করুক। প্রস্তাবিত নামগুলো হলো:
১. বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি
২. বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি
৩. বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি
৪. বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি

শিক্ষার্থীরা জানান, এই অনশন কোনো বিদ্রোহ নয়, বরং তাঁদের পরিচয় ও মর্যাদার দাবিতে একটি ন্যায্য প্রতিবাদ। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিচয় ও চাকরির বাজারে প্রতিযোগিতা করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাঁদের দাবি, উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে এই নাম পরিবর্তনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিতে হবে।

আরো পড়ুন