Ridge Bangla

নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় দীর্ঘ ছয় ঘণ্টার অভিযান।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর আইভীর শত শত সমর্থক রাস্তায় নেমে আসে। তারা মাইকে ঘোষণা দিয়ে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি স্থানে অবস্থান নেয় এবং বাঁশের বেড়া দিয়ে ব্যারিকেড তৈরি করে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা চালায়।

পুলিশ শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল। হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দেওয়া হয়, “আপনারা অবস্থান করুন, কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করবই।” আইভীর বাসার সামনে পুলিশের গাড়িবহরও অবস্থান নেয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে। তিনি বলেন, “রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে আইভী দিনের আলো ফুটে উঠার অপেক্ষা করতে চান। পরে তিনি গ্রেপ্তার প্রক্রিয়ায় সহযোগিতা করেন।”

গ্রেপ্তারের পর সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন