সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন।
আবেদনে বলা হয়, তাহসিন রাইসা জ্ঞাত আয়ের বাইরে অবৈধভাবে অর্থ উপার্জন করে তা বিদেশে পাচার করেছেন। এই অর্থ দিয়ে দুবাইয়ে একটি ফ্ল্যাট কেনা হয়েছে এবং দুটি ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ। বাংলাদেশে ওই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে আদালত এসব সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চারটি মামলা দায়ের করে দুদক।
মামলার অভিযোগ অনুযায়ী,
-
বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন
-
তার স্ত্রী জীশান মীর্জা অর্জন করেছেন ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ
-
বড় মেয়ে ফারহীন রিশতা ৮ কোটি ৭৫ লাখ টাকা
-
মেঝ মেয়ে তাহসিন রাইসা ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন