ফেনী মডেল থানার মাত্র ৩০০ গজ দূরত্বে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই মিছিলের একটি ভিডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের হাতে আসে।
ভিডিওটিতে দেখা যায়, মিছিলটি শুরু হয় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট থেকে এবং শেষ হয় পৌরসভার সামনে কলেজ রোডে। ভিডিওতে শহরের সড়কবাতিগুলো জ্বলতে দেখা যায়, যা সময়কাল ভোর নির্দেশ করে।
এই ভিডিওটি ফেনী জেলা ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সভাপতি তোফায়েল আহমেদ তপু এবং নুরুল করিম জাবেদের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, যেমন: “শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসবে”, “একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার”, “অ্যাকশান অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান”, “নিজাম ভাইয়ের অ্যাকশান” এবং “শেখ হাসিনার ভয় নাই, রাজপথে নিজাম ভাই”। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল শেষ হয়।
মিছিলকারীদের মধ্যে কয়েকজনের মুখে মুখোশ দেখা যায়, তবে ভিডিওতে আওয়ামী লীগের কোনো পদধারী নেতাকে সরাসরি শনাক্ত করা যায়নি। দলটির একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে একাধিক টিম কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”