স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুইটি লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), যা দিয়ে তারা দেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এ লাইসেন্স প্রদান করা হয়।
বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টারলিংককে ১০ বছর মেয়াদি দুইটি লাইসেন্স প্রদান করা হয়েছে:
১. নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স
২. রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স
প্রথমটি বিটিআরসির লাইসেন্সিং বিভাগ থেকে দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্টারলিংক তাদের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করতে পারবে। দ্বিতীয়টি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে দেওয়া হয়েছে, যার আওতায় স্টারলিংক তরঙ্গ ব্যবহার, বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রপাতি আমদানি ও পরিচালনা করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্টারলিংকের লাইসেন্স অনুমোদনে প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এ লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলো।