আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও নিপীড়নে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের চিহ্নিত করতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাবির কলা অনুষদের ডিন ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি গঠনের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সময়ের ছাত্র-শিক্ষক আন্দোলনে নিপীড়নে জড়িতদের তথ্য সংগ্রহ করে দায় নিরূপণ এবং করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯-২০২৪ সাল পর্যন্ত, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। সেইসব অভিযোগ তথ্যপ্রমাণসহ যাচাই করে জড়িতদের চিহ্নিত করতে এবং সুপারিশ করতে উপাচার্য এই কমিটি গঠন করেছেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—
-
ভুক্তভোগী বা সংশ্লিষ্ট যে কেউ কমিটির কাছে তথ্য ও বক্তব্য দিতে পারবেন
-
তাদের পরিচয় গোপন রাখা হবে
-
তথ্য জমা দেওয়ার শেষ তারিখ: ২২ মে
-
আগ্রহীরা নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে পারবেন কমিটির সদস্যসচিব (রেজিস্ট্রার) বরাবর
-
ঠিকানা: প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
-
ইমেইল: registrar@du.ac.bd
-
মোবাইল: ০১৮১৭৫৭৯৭৭৮
-
কমিটি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে বেআইনি হস্তক্ষেপ রোধ করা সম্ভব হবে।