Ridge Bangla

নির্মাতা চয়নিকা চৌধুরী জামিনে মুক্ত

চেক প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ।

এর আগে গত ৬ মে একই আদালত চয়নিকার অনুপস্থিতির কারণে তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন ছিল মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরা হওয়ার তারিখ। কিন্তু চয়নিকা আদালতে উপস্থিত না হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৬ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার পটভূমি

২০১২ সালের ২৪ আগস্ট নাটক ‘জীবন সুন্দর হোক’ নির্মাণের জন্য চয়নিকার সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। চুক্তি অনুযায়ী, তিনি চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। এরপর চয়নিকা ওই টাকার সমপরিমাণ একটি চেক ইস্যু করেন রিয়াজের নামে, তারিখ ছিল ৩০ অক্টোবর ২০১২।

তবে নাটকটি নির্মিত হয়নি। চয়নিকা জানান, তিনি নাটক নির্মাণে অপারগ। প্রযোজক টাকা ফেরত চাইলে চয়নিকা ২০১৩ সালের জানুয়ারিতে চেকটি নগদায়নের অনুরোধ করেন। কিন্তু একাধিকবার ব্যাংকে জমা দেওয়ার পরও চেকটি ডিজঅনার হয়।

মামলার পর ২০১৪ সালে চয়নিকা একবার আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন। সাম্প্রতিক অনুপস্থিতির কারণে আবারও গ্রেপ্তারি আদেশ জারি হয়েছিল, তবে এবার জামিনে মুক্তি পেলেন তিনি।

আরো পড়ুন