দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে অনেকদিন ধরেই বলিউড ও টলিউডে গুঞ্জন চলছে। তবে এবার সেই গুঞ্জনে নতুন মোড় এসেছে। ভক্তদের প্রশ্ন—তাদের প্রেম কি তবে ভেঙে গেছে?
রোববার সকালে বিজয় দেবেরাকোন্ডার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায়, তিনি মাত্র ৩৫ জনকে ফলো করছেন এবং সেই তালিকায় রাশমিকার নাম নেই। বিষয়টি সামনে আসার পরেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। যদিও রাশমিকা এখনো বিজয়কে ফলো করছেন।
এর আগে বিভিন্ন সময় রাশমিকা ও বিজয়কে একসঙ্গে দেখা গেছে ছুটি কাটাতে, এক হোটেলে খেতে, এমনকি বিজয়ের পরিবারের সঙ্গে রাশমিকাকে একাধিকবার দেখা গেছে। নতুন বছরের শুরুতেই বিজয় এক ঘোষণায় জানান, তিনি আর ‘সিঙ্গল’ নন। যদিও সেই ‘বিশেষ ব্যক্তি’র নাম তিনি প্রকাশ করেননি, তবে shortly পরেই রাশমিকাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা যায়, যা অনেকের মতে সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত ছিল।
কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, সম্পর্কের সেই রং যেন ফিকে হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করার বিষয়টি ভক্তদের মনে সন্দেহ জাগিয়েছে—এ কি তবে বিচ্ছেদের ইঙ্গিত?
তবে এখন পর্যন্ত এই দুই তারকার কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তাই বিষয়টি নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।